নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারত ও মিয়ানমার থেকে ৩৬ হাজার টন চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। গতকাল মঙ্গলবার ভারত থেকে ১৪ হাজার টন ও মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এ দুটি জাহাজ বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছায়।
এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি আজ (বুধবার) চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হবে।
ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে আসা জাহাজটি কাস্টমসের কার্যক্রম শেষে চাল খালাসের জন্য বন্দর জেটিতে ভিড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি চাল আমদানির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর।
খাদ্য বিভাগ সূত্র জানায়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিন ভিক্টরি এবং খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা আজকের পত্রিকাকে বলেন, সরকার জি টু জি ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে।
মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। আজ চালের নমুনা সংগ্রহ শেষে চাল খালাস শুরু হবে।
ভারত ও মিয়ানমার থেকে ৩৬ হাজার টন চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। গতকাল মঙ্গলবার ভারত থেকে ১৪ হাজার টন ও মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এ দুটি জাহাজ বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছায়।
এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি আজ (বুধবার) চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হবে।
ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে আসা জাহাজটি কাস্টমসের কার্যক্রম শেষে চাল খালাসের জন্য বন্দর জেটিতে ভিড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি চাল আমদানির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর।
খাদ্য বিভাগ সূত্র জানায়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিন ভিক্টরি এবং খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা আজকের পত্রিকাকে বলেন, সরকার জি টু জি ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে।
মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। আজ চালের নমুনা সংগ্রহ শেষে চাল খালাস শুরু হবে।
রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে...
১ ঘণ্টা আগেসুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,
১ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
২ ঘণ্টা আগে