ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৯: ১৬
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও পদ্মা সেতুর মাঝখানে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিদাতা আব্দুল হাইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আব্দুল হাই উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের হাফেজ নুরুল আমিনের ছেলে। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার বাদী মাকসুদুর বাশার বাঁধন পাটওয়ারী সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার পাটওয়ারীর ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন আব্দুল হাই। পরদিন শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এরই জেরে গতকাল দিবাগত রাতে চাঁদপুর জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ও এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল হাইকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত