ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও পদ্মা সেতুর মাঝখানে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিদাতা আব্দুল হাইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হাই উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের হাফেজ নুরুল আমিনের ছেলে। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মামলার বাদী মাকসুদুর বাশার বাঁধন পাটওয়ারী সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার পাটওয়ারীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন আব্দুল হাই। পরদিন শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এরই জেরে গতকাল দিবাগত রাতে চাঁদপুর জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ও এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল হাইকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও পদ্মা সেতুর মাঝখানে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিদাতা আব্দুল হাইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হাই উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের হাফেজ নুরুল আমিনের ছেলে। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
মামলার বাদী মাকসুদুর বাশার বাঁধন পাটওয়ারী সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার পাটওয়ারীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন আব্দুল হাই। পরদিন শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এরই জেরে গতকাল দিবাগত রাতে চাঁদপুর জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ও এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল হাইকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৩ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে