Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আজ রোববার দুপুরে আরমান নামের একজনকে চট্টগ্রাম শহরের আতুরডিপু এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক আরমান সরল ইউনিয়নে দক্ষিণ সরল কানুনগোখীল এলাকার আনু মিয়ার পুত্র। দুই মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান নিহত জাহিদুলের বাবা হাবিব উল্লাহ।

গতকাল শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ-সংলগ্ন কানুনগোখীল সরল ব্রিজের পূর্ব পাশে খুনের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহিদুল ইসলাম কয়েক বছর ধরে রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। তাঁর বাবা হাবিব উল্লাহ ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে ২ মাস আগে মৃত্যুবরণ করেন। পরিবারে হাল ধরতে জাহিদুল ইসলাম রিকশা চালান বলে জানা যায়।

পুলিশ জানান, আটক আরমান শনিবার রাতে ১৫০ টাকা দিয়ে পৌরসভার থেকে সরল বেড়িবাঁধ এলাকায় অটোরিকশাটি ভাড়া করে নিয়ে যান। বেড়িবাঁধ-সংলগ্ন কানুনগোখীল সরল ব্রিজের পূর্ব পাশে পৌঁছার পর অটোরিকশাটি ছিনতাই করতে চাইলে জাহিদের সঙ্গে আরমানের ধাক্কাধাক্কি হয়। তখন জাহিদ চিৎকার করলে এলাকার লোকজন ঘটনাস্থলে আসার আগেই জাহিদকে ছুরিকাঘাত করে আরমান পালিয়ে যান।

স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইলের সূত্র ধরে চট্টগ্রাম শহরের আতুরডিপু এলাকা থেকে ঘটনায় জড়িত আরমানকে আটক করা হয়। এই হত্যাকাণ্ডে তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় আটক আরমানের বিরুদ্ধে নিহতের মা ছাদেকা বেগম বাদী হয়ে একটা হত্যা মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত