নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ রাজশাহীতে আনা হয়।
খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কম। কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
গত নভেম্বরে দুই দফায় খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতিসহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা খোকনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ রাজশাহীতে আনা হয়।
খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কম। কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
গত নভেম্বরে দুই দফায় খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতিসহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা খোকনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
১০ ঘণ্টা আগে