সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্ এয়ার অ্যাস্ট্রা গর্বের সঙ্গে আজ ২৪ নভেম্বর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করল। যাত্রার শুরু থেকেই এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশে বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করেছে। নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করেছে।
৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৩৭ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৩৯ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪১ মিনিট আগে