Ajker Patrika

টঙ্গীতে গভীর রাতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী পূর্ব থানা। ছবি: আজকের পত্রিকা
টঙ্গী পূর্ব থানা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ডেকে নিয়ে কামরুজ্জামান জীবন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন (৩২) ও পলাশ (৩০) এবং একই এলাকার নমিরের ছেলে রনি (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় শামসুদ্দিন, পলাশ ও রনি নামের তিন যুবক কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত