জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলের। আওয়ামী লীগ সরকারের পতনের আবারও জোরালোভাবে এই দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তবে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেই কর্মসূচি স্থগিত করে বার্তা দিয়েছে।
সোমবার রাত ১২টার পর এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী।
ভিডিও বার্তায় নূর নবী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল উদ্ধার আন্দোলনটি স্থগিত করছি। আপনারা সকলে জানেন-আওয়ামী লীগ স্বৈরাচার ১৫ আগস্ট কেন্দ্রিক বড় ধরনের ম্যাসাকার করার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে তারা আমাদের ওপর ভর করে এটা শুরু করতে যাচ্ছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং টোকাই বাহিনীকে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমাদের কিছু হলে সংখ্যালঘুদের বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চলমান আছে, তারা সেখানে গিয়ে হামলা করবে, লুটতরাজ চালাবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়-দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পা চাটতো, হঠাৎ করে আমাদের একই পোস্টে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এটাও আমাদের সন্দেহের একটা কারণ ছিল। এই দুই মহল উভয়ই মিলে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ম্যাসাকারের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের আগামীকালের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করছি।’
অপর একটি ভিডিও বার্তায় আবু বকর নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হলো। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে ডিন, চেয়ারম্যানদের সঙ্গে বসে আলোচনা করে, আমরা আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১১টি হল দখলমুক্ত করার ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৪ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে