Ajker Patrika

উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছিল দুর্বৃত্তরা, এগিয়ে এল না কেউ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৪৮
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর রামদা দিয়ে হামলা করছেন দুজন। ছবি: ভিডিও থেকে নেওয়া
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর রামদা দিয়ে হামলা করছেন দুজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় গতকাল সোমবার রাতে মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি নামের এক দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছিল দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলের আশপাশে লোকজনের উপস্থিতি বোঝা যায়। কিন্তু কেউই দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে যাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি ধরা পড়ে।

ওই রাতেই দুই দুর্বৃত্তকে এবং আজ মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ওই দম্পতিকে কোপানো হয়।

আহত ওই দম্পতি মেহেবুল হাসান (৩৬) ও মোছা. নাসরিন আক্তার ইপ্তি (৩০) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেবুলের আঘাত গুরুতর হলেও আশঙ্কামুক্ত।

ঘটনার পরপর আটক দুজন হলেন মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১)। আজ মঙ্গলবার দুপুরে ওই ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ গ্রেপ্তার করা হয় আলফাজ নামের একজনকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে কোপানোর ঘটনায় আজ সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তরার আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মেহেবুল ও তাঁর স্ত্রী। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এ নিয়ে রিকশার যাত্রীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। রিকশার পেছনে থাকা ওই দম্পতি ঝামেলা করতে নিষেধ করলে তাঁদের একজন মোবাইলে ফোন করে কয়েক সহযোগীকে ডেকে আনেন। চার-পাঁচজন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে মেহেবুলকে রামদা দিয়ে কোপ দেয়। তাঁর স্ত্রী ইপ্তি স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে আরেক সন্ত্রাসী তাঁকেও রামদা দিয়ে আঘাত করে।

রাতেই এ ঘটনার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির শুরুতে নারী-পুরুষের চিৎকারের শব্দ শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, সড়কের মাথায় একটি বাড়ির দেয়ালঘেঁষা ফুটপাতে এক নারীকে রামদা দিয়ে আঘাত করছেন এক যুবক। নারীর পাশে থাকা পুরুষকে রামদা দিয়ে আঘাত করছেন আরেক যুবক। একপর্যায়ে একটি রিকশার পেছনে আশ্রয় নেন ওই পুরুষ। হামলাকারী এক যুবকও সেখানে যান। নারী দৌড়ে পুরুষের সামনে অনেকটা ঢাল হয়ে দাঁড়ান। তখন এক যুবককে রামদা দিয়ে কোপ দেওয়ার ভঙ্গিতে দেখা যায়। পরে হামলাকারী দুই যুবক রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে কিছুটা হেঁটে এবং পরে দৌড়ে চলে যান। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’ ওই সময় আশপাশে লোকজন থাকলেও দম্পতিকে রক্ষায় কেউ এগিয়ে আসেননি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলা না চালানোর জন্য ওই নারী হাত জোর করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলা না চালানোর জন্য ওই নারী হাত জোর করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। রাতেই উত্তরা থেকে জড়িত দুজনকে এবং আজ দুপুরে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে আটক দুজনকে ভুক্তভোগী নারীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্য একজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত