নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা এই নির্দেশ দেন।
অন্য দুজন হলেন—ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। এ সময় আদালত তাদের গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এর পরের দিন ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা এই নির্দেশ দেন।
অন্য দুজন হলেন—ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। এ সময় আদালত তাদের গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এর পরের দিন ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।
শেরপুর উপজেলায় ১৫টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৮টি বর্তমানে চালু। এদের মধ্যে ৭ টির ছাড়পত্র নিয়েছিল। যা পরবর্তীতে নবায়ন করা হয়নি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর দলে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপির একটি অংশ। আজ রোববার দুপুরে বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক কমিটি এ কর্মসূচি পালন করে।
৬ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে শ্মশান বানিয়ে ফেলেছে।
৩৯ মিনিট আগেলক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে