Ajker Patrika

অত্যাধুনিক মেডিকেল-সুবিধাসহ ৩ দাবিতে জবি শিক্ষার্থীর অবস্থান

জবি প্রতিনিধি 
অত্যাধুনিক মেডিকেল সুবিধাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জবি শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল। ছবি: আজকের পত্রিকা
অত্যাধুনিক মেডিকেল সুবিধাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জবি শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল। ছবি: আজকের পত্রিকা

অত্যাধুনিক মেডিকেল-সুবিধাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন এই শিক্ষার্থী।

অবস্থান কর্মসূচিতে বসা ওই শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী।

অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীর তিনটি দাবি হলো—প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে, মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে (এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যান সুবিধাসহ), দুটি দাবিই চলতি অর্থবছরেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে, পরবর্তীতে ওনাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় মুখে অক্সিজেন মাস্ক দিলে দেখা যায় সিলিন্ডারে অক্সিজেন নেই। ক্যাম্পাসের মেডিকেল সেন্টারসহ অ্যাম্বুলেন্স ব্যবস্থান উন্নয়ন প্রয়োজন। তাই আমি তিনটি দাবি নিয়ে এখানে বসেছি। আমি প্রশাসন বরাবর লিখিত দিয়ে এসেছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত