নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল।
শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন।
এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল।
শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন।
এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১৫ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৪ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৪৪ মিনিট আগে