Ajker Patrika

যারা একসময় কটাক্ষ করত, তারাই এখন অভিনন্দন জানাচ্ছে: কৃষ্ণা রানীর মা

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল)
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১৩
যারা একসময় কটাক্ষ করত, তারাই এখন অভিনন্দন জানাচ্ছে: কৃষ্ণা রানীর মা

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথমবার শিরোপা জিতল বাংলাদেশ নারী ফুটবল দল। এই খেলায় নেপালকে ২ গোল দেওয়া খেলোয়াড় টাঙ্গাইলের গোপালপুরের কৃষ্ণা রানী সরকার। সারা দেশের ন্যায় নিজের গ্রামেও প্রশংসায় ভাসছেন তিনি। নানা প্রতিকূলতা-প্রতিবন্ধকতা পেরিয়ে অবিচল লক্ষ্যে, অদম্য মনোবল, প্রবল ইচ্ছা ও দৃঢ়সংকল্পকে সঙ্গী করে তিনি পাড়ি দিয়েছেন এই পথ।

একসময় যাঁরা তাঁকে নিয়ে কটাক্ষ করতেন, এখন তাঁরাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। আজ মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামে গেলে এ নিয়ে কথা বলেন তাঁর মা নমিতা রানী সরকার।

কৃষ্ণা রানী সরকারের বাবা বাসুদেব সরকার ও মা নমিতা রানী সরকারকৃষ্ণার মা নমিতা রানী সরকার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারিনি। খেলা শেষে ছেলের মোবাইল ফোনে জয়ের কথা জেনে খুবই আনন্দিত হয়েছি। আমার মেয়ের ফুটবল খেলা নিয়ে যারা একসময় কটাক্ষ করত, তারাই এখন অভিনন্দন জানাচ্ছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

কৃষ্ণার বাবা বাসুদেব সরকার একজন কৃষক। মেয়ের জয়ের বিষয়ে তিনি বলেন, ‘বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের গ্রামে গিয়ে খেলা দেখে দারুণ খুশি হয়েছি। এলাকার মানুষ খেলা উপভোগ করেছে। অনেকেই আনন্দে বাড়িতে শুভেচ্ছা জানাতে আসছে।’

কৃষ্ণা রানী সরকারের বাড়িপল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল ইসলাম বলেন, এখানে বিদ্যুতের ইউনিট কম পাওয়া যায়। তাই মাঝে মাঝে এলাকাভিত্তিক সংযোগ বন্ধ রাখতে হয়। সে কারণে হয়তো ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন, ‘কৃষ্ণা এখন বাংলাদেশের গর্ব। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তাঁর উত্থান শুরু। দেশে ফেরার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে কৃষ্ণার মাকে রত্নগর্ভা সম্মাননা দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত