নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশানের ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে ডাকাত প্রবেশ করে। স্থানীয়রা ভবনটি ঘেরাও করে ফেলে। পুলিশ ও সেনাবাহিনী এসে ১০ জনকে গ্রেপ্তার করে। ব্যাংক থেকে কোনো টাকা পয়সা লুট করতে পারেনি তাঁরা।
ভবনটির নিরাপত্তাকর্মীরা বলেন, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটির সামনে আসেন। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালান। স্থানীয়রা টের পেয়ে ভবনটি ঘেরাও করে। খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা। ডাকাত সন্দেহের এই দলটি মাস্ক পরিহিত অবস্থায় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের কয়েকজন পালিয়ে যায়, তবে ১০ জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।
ফাইন্যান্স স্কয়ার ভবনে এক্সিম ব্যাংকের ওই শাখার রিলেশনশিপ ম্যানেজার (ভাইস প্রেসিডেন্ট) সামসুন তামান্না জান্নাত শিমলা বলেন, ফাইন্যান্স ভবনে এক্সিম ব্যাংকের শাখায় গতরাতে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় গুলশান থানা-পুলিশ। এরপর সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আরও কিছু নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশানের ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে ডাকাত প্রবেশ করে। স্থানীয়রা ভবনটি ঘেরাও করে ফেলে। পুলিশ ও সেনাবাহিনী এসে ১০ জনকে গ্রেপ্তার করে। ব্যাংক থেকে কোনো টাকা পয়সা লুট করতে পারেনি তাঁরা।
ভবনটির নিরাপত্তাকর্মীরা বলেন, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটির সামনে আসেন। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালান। স্থানীয়রা টের পেয়ে ভবনটি ঘেরাও করে। খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা। ডাকাত সন্দেহের এই দলটি মাস্ক পরিহিত অবস্থায় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের কয়েকজন পালিয়ে যায়, তবে ১০ জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।
ফাইন্যান্স স্কয়ার ভবনে এক্সিম ব্যাংকের ওই শাখার রিলেশনশিপ ম্যানেজার (ভাইস প্রেসিডেন্ট) সামসুন তামান্না জান্নাত শিমলা বলেন, ফাইন্যান্স ভবনে এক্সিম ব্যাংকের শাখায় গতরাতে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় গুলশান থানা-পুলিশ। এরপর সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আরও কিছু নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
১৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
১ ঘণ্টা আগে