Ajker Patrika

ধামরাইয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৪: ৩৬
ধামরাইয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে ওসমান গণি (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভাই ফারুক হোসেনকে (৪৭) খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভারারিয়া ইউনিয়নের কাকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ভাই ওসমান গণি ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইয়াসমিন আক্তার দা এগিয়ে দিয়ে স্বামীকে সহায়তা করেছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। নিয়ম অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’ 

ফারুক হোসেন ও ওসমান কাকরাইন গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

নিহতের ছোট ভাই ও ভারারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর বড় দুই ভাই ওসমান গণি ও ফারুক হোসেনের মধ্যে জমির ভাগবাঁটোয়ারা এবং টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান দা দিয়ে ফারুকের ডান পায়ে জোরে কোপ দেন। এতে তাঁর পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 

কামরুজ্জামান আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি ওসমান গণিকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত