Ajker Patrika

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে আগুন 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে আগুন 

রাজধানীর বিমানবন্দর এলাকায় উড়াল সেতুতে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।’ সফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিট, যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা বলেন, বিমানবন্দর থানা এলাকায় উড়াল সেতুতে হঠাৎ করে বিকট শব্দে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার পর পরই গাড়ির ড্রাইভার ও তার পাশের সিটে থাকা ব্যক্তি নেমে যান। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে পুড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: সংগৃহীতজানা গেছে, গাড়ির মালিকের নাম মো. খোকন চৌধুরী। আগুন লাগার সময় তিনি গাড়িতে ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত