Ajker Patrika

সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া কারাগারে, ৫৪ ধারায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৪
জাপার সাবেক এমপি ইয়াহিয়া। ফাইল ছবি
জাপার সাবেক এমপি ইয়াহিয়া। ফাইল ছবি

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে উত্তরা পূর্ব থানা-পুলিশ ইয়াহইয়া চৌধুরীকে আদালতে হাজির করে।

উত্তরা পূর্ব থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ইয়াহইয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় উত্তরার ছাত্র-জনতা।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহইয়া চৌধুরীকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা এবং গুরুতর অপরাধের অভিযোগ থাকতে পারে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলো। তাঁর বিরুদ্ধে অন্যান্য থানায় অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ইয়াহইয়া চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত বছর ১২ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর তিনি জামিন পান।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে‌ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসন‌টিতে নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে‌ছিলেন।

পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন‌ জাতীয় পা‌র্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসন থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত