গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক পরিবারসহ ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারে থাকা ঢাকার বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডাক্তার ও গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব সাহা (৫১), তাঁর স্ত্রী শিবানী সাহা (৪২) ও ছেলে আহসানউল্যাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯), প্রাইভেটকারের চালক ঢাকার দোয়ারী এলাকার আজিজুল (৪৫), মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের জিন্দার মোল্লার ছেলে অনিক মোল্লা (২১), খায়েরহাট গ্রামের ইয়ার আলীর মেয়ে অনিফা (২০), বাসযাত্রী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে আলতাফ হোসেন খান (৫৫), মহাসড়কের পাশে ধান মাড়াইয়ের কাজ করা দক্ষিণ ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) এবং তাঁর স্ত্রী রুমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজিব পরিবহন নামে একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে বাসের সামনের অংশ ভেঙে গাছ ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই চিকিৎসক পরিবারসহ ৭ জন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরেকজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বাসের ১৮ যাত্রী।
দুর্ঘটনায় মহাসড়কের ওই স্থানে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ডা. বাসুদেব সাহার বড় ভাই জয়দেব সাহা বলেন, আমাদের মা ভীষণ অসুস্থ। মাকে দেখতেই আমার ছোট ভাই পরিবার নিয়ে আজ সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে ফেরিতে উঠে পরিবার নিয়ে সেলফি তুলে তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দেয়। দুর্ঘটনার ১০ মিনিট আগে মোবাইলে তাঁর সঙ্গে আমার কথা হয়।
জয়দেব সাহা আরও বলেন, আমার অসুস্থ মায়ের কথা ভেবে দুর্ঘটনার কথা এখনো বাড়িতে জানানো হয়নি। বাড়ির লোকজন কাঁদতেও পারছেন না। হাসপাতাল থেকে তাঁদের মরদেহ সরাসরি গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক পরিবারসহ ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারে থাকা ঢাকার বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডাক্তার ও গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব সাহা (৫১), তাঁর স্ত্রী শিবানী সাহা (৪২) ও ছেলে আহসানউল্যাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯), প্রাইভেটকারের চালক ঢাকার দোয়ারী এলাকার আজিজুল (৪৫), মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের জিন্দার মোল্লার ছেলে অনিক মোল্লা (২১), খায়েরহাট গ্রামের ইয়ার আলীর মেয়ে অনিফা (২০), বাসযাত্রী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে আলতাফ হোসেন খান (৫৫), মহাসড়কের পাশে ধান মাড়াইয়ের কাজ করা দক্ষিণ ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) এবং তাঁর স্ত্রী রুমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজিব পরিবহন নামে একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে বাসের সামনের অংশ ভেঙে গাছ ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই চিকিৎসক পরিবারসহ ৭ জন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরেকজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বাসের ১৮ যাত্রী।
দুর্ঘটনায় মহাসড়কের ওই স্থানে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ডা. বাসুদেব সাহার বড় ভাই জয়দেব সাহা বলেন, আমাদের মা ভীষণ অসুস্থ। মাকে দেখতেই আমার ছোট ভাই পরিবার নিয়ে আজ সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে ফেরিতে উঠে পরিবার নিয়ে সেলফি তুলে তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দেয়। দুর্ঘটনার ১০ মিনিট আগে মোবাইলে তাঁর সঙ্গে আমার কথা হয়।
জয়দেব সাহা আরও বলেন, আমার অসুস্থ মায়ের কথা ভেবে দুর্ঘটনার কথা এখনো বাড়িতে জানানো হয়নি। বাড়ির লোকজন কাঁদতেও পারছেন না। হাসপাতাল থেকে তাঁদের মরদেহ সরাসরি গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৮ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১১ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২২ মিনিট আগে