উত্তরায় সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৬
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর উত্তরা, কামারপাড়া, আবদুল্লাহপুর ও উত্তরা ১০ নম্বর সেক্টরসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম পাড় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শনিবার (৪ জানুয়ারি) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় গত ১৮ ডিসেম্বর থেকে ডিএমপি উত্তরা, কামারপাড়া, আবদুল্লাহপুর ও উত্তরা ১০ নম্বর সেক্টরসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম পাড় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ছিল। ৩ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত