কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিল সরকার। গত ১৪ আগস্ট এ নির্দেশ জারির পর প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তিনি দেশে ফেরেননি।
অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ৬ রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাঁদের দেশে ফিরতে নির্দেশ দেয়।
ঢাকা ও রিয়াদের তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে সর্বশেষ গত ২৮ আগস্ট সৌদি রাজধানী ত্যাগ করেন। রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে আমেরিকা চলে যাওয়ার কথা জানিয়ে গেছেন।
জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, চেষ্টা করেও সেই নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে ২০২০ সালের ১৩ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাঁকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট অন্য যাঁদের চুক্তি বাতিল করে দেশে ফিরতে বলা হয়েছিল, তাঁরা সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তাঁরা হলেন, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিল সরকার। গত ১৪ আগস্ট এ নির্দেশ জারির পর প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তিনি দেশে ফেরেননি।
অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ৬ রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাঁদের দেশে ফিরতে নির্দেশ দেয়।
ঢাকা ও রিয়াদের তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে সর্বশেষ গত ২৮ আগস্ট সৌদি রাজধানী ত্যাগ করেন। রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে আমেরিকা চলে যাওয়ার কথা জানিয়ে গেছেন।
জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, চেষ্টা করেও সেই নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে ২০২০ সালের ১৩ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাঁকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট অন্য যাঁদের চুক্তি বাতিল করে দেশে ফিরতে বলা হয়েছিল, তাঁরা সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তাঁরা হলেন, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং
৩ ঘণ্টা আগেসদস্যদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এসএম ফরহাদ। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে