নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওষুধ কিনতে হবে নিবন্ধিত ফার্মেসি থেকে। আর কেনার সময় ওষুধ কোম্পানির ইনভয়েস (ক্রয় রসিদ) ফার্মেসি থেকে দেখে কেনার পরামর্শ দিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নকল ওষুধ থেকে বাঁচতে একই পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিটফোর্ডের মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির লিটন গাজী (৩২)। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।
মাহবুব আলম বলেন, রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধ মার্কেটের দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রির খবর জানতে পারে ডিবি। গতকাল শনিবার অভিযান চালিয়ে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৬ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, `আমাদের তালিকা অনুযায়ী ৫০টির মতো নকল কারখানা রয়েছে। এই চক্রের মূল কেন্দ্র মিটফোর্ড ওষুধ মার্কেট। মিটফোর্ড থেকেই নকল ওষুধ দেশের সব ফার্মেসিতে যাচ্ছে। এগুলো দিনের বেলায় বন্ধ থাকে। রাতে কারখানা খোলে। তারা মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন করে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ওষুধ সারা দেশে পাঠিয়ে দেয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাঈম গোলদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। নিবন্ধিত সব ওষুধের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। জনগণকে অবশ্যই ইনভয়েস নম্বর দেখে ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত। ইনভয়েস নম্বর হলো ওষুধের সার্টিফিকেট। যে কোম্পানি থেকে ওষুধ কেনা হয়, সেই কোম্পানির ইনভয়েস ওষুধ ফার্মেসিকে সংরক্ষণ করতে হয়। তাহলে ফার্মেসিগুলো চাপের মুখে থাকবে। এতে নকল ওষুধের চাহিদা তারা দেবে না।
নকল ওষুধের ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, নকল ওষুধ খেলে লিভার ও কিডনিতে সমস্যা হয়। সে কারণে বাংলাদেশে লিভার ও কিডনিজনিত রোগী বাড়ছে।
ওষুধ কিনতে হবে নিবন্ধিত ফার্মেসি থেকে। আর কেনার সময় ওষুধ কোম্পানির ইনভয়েস (ক্রয় রসিদ) ফার্মেসি থেকে দেখে কেনার পরামর্শ দিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নকল ওষুধ থেকে বাঁচতে একই পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিটফোর্ডের মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির লিটন গাজী (৩২)। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।
মাহবুব আলম বলেন, রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধ মার্কেটের দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রির খবর জানতে পারে ডিবি। গতকাল শনিবার অভিযান চালিয়ে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৬ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, `আমাদের তালিকা অনুযায়ী ৫০টির মতো নকল কারখানা রয়েছে। এই চক্রের মূল কেন্দ্র মিটফোর্ড ওষুধ মার্কেট। মিটফোর্ড থেকেই নকল ওষুধ দেশের সব ফার্মেসিতে যাচ্ছে। এগুলো দিনের বেলায় বন্ধ থাকে। রাতে কারখানা খোলে। তারা মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন করে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ওষুধ সারা দেশে পাঠিয়ে দেয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাঈম গোলদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। নিবন্ধিত সব ওষুধের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। জনগণকে অবশ্যই ইনভয়েস নম্বর দেখে ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত। ইনভয়েস নম্বর হলো ওষুধের সার্টিফিকেট। যে কোম্পানি থেকে ওষুধ কেনা হয়, সেই কোম্পানির ইনভয়েস ওষুধ ফার্মেসিকে সংরক্ষণ করতে হয়। তাহলে ফার্মেসিগুলো চাপের মুখে থাকবে। এতে নকল ওষুধের চাহিদা তারা দেবে না।
নকল ওষুধের ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, নকল ওষুধ খেলে লিভার ও কিডনিতে সমস্যা হয়। সে কারণে বাংলাদেশে লিভার ও কিডনিজনিত রোগী বাড়ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৮ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৯ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১২ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
১৭ মিনিট আগে