Ajker Patrika

পলাশে জঙ্গল থেকে শটগান উদ্ধার করল সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২৭
পলাশে জঙ্গল থেকে শটগান উদ্ধার করল সেনাবাহিনী

নরসিংদীর পলাশে ঘন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে অস্ত্রটি হস্তান্তর করেন।

এ সময় লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের বলেন, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল থেকে ম্যাগাজিনসহ অস্ত্রের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত