নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন শিক্ষার্থী মো. রাসেল বকাউল। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত রাসেলের ভাই মো. হাসানাত বকাউল এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী হাসানাত বকাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ৪ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তাঁদের সানারপারের বাসা থেকে বের হন বাদীর ছোট ভাই শিক্ষার্থী রাসেল বকাউল। পূর্বঘোষিত লং মার্চ মিছিলকারীদের সঙ্গে রাসেল মিছিল করতে করতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। সকাল সাড়ে ১০টায় পুলিশ নির্বিচারে গুলি করলে রাসেলসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। রাসেলসহ পাঁচজন মিছিলকারীকে স্থানীয় লোকজন পাশের স্পেশালিস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাদী মামলায় অভিযোগ করেন, আন্দোলন দমাতে শান্তিপূর্ণ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলি চালিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন।
কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন শিক্ষার্থী মো. রাসেল বকাউল। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত রাসেলের ভাই মো. হাসানাত বকাউল এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী হাসানাত বকাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ৪ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তাঁদের সানারপারের বাসা থেকে বের হন বাদীর ছোট ভাই শিক্ষার্থী রাসেল বকাউল। পূর্বঘোষিত লং মার্চ মিছিলকারীদের সঙ্গে রাসেল মিছিল করতে করতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। সকাল সাড়ে ১০টায় পুলিশ নির্বিচারে গুলি করলে রাসেলসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। রাসেলসহ পাঁচজন মিছিলকারীকে স্থানীয় লোকজন পাশের স্পেশালিস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বাদী মামলায় অভিযোগ করেন, আন্দোলন দমাতে শান্তিপূর্ণ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলি চালিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
১০ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২৮ মিনিট আগে