আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ষাটোর্ধ্ব বেনু বেগম পুত্রশোকে এখন পাগলপ্রায়। চোখের জল, বুকফাটা কান্না—সবই যেন ফুরিয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল ছেলে পলাশের ছবি বুকে চেপে মাঝে মাঝেই ডুকরে উঠছেন। বিলাপ করে বলছেন, আমার অসুখের খবর হুইনা বাড়ি আবার নইছাল। পোলা আইলো। লাশ অইয়া। মিরপুরে গন্ডগোলে কেরাযে আমার পোলাডারে গুলি কইরা মারলো, আল্লায় জানে।
পলাশের পুরো নাম ফিরোজ তালুকদার পলাশ। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে তাঁর বাড়ি। ৩৮ বছর বয়সী পলাশ ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী রেশমা আর একমাত্র মেয়ে রাইকাকে (৬) নিয়ে সাত বছর ধরে তিনি মিরপুরে বসবাস করে আসছিলেন। ১৯ জুলাই মিরপুরেই তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
পাঁচ মাস আগে পলাশের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছোহরাব হোসেন তালুকদার মারা যান। এরপর থেকে প্রত্যেক শুক্রবার বাড়ি এসে মাকে দেখে যেতেন পলাশ।
বিলাপ করে পলাশের মা বেনু বেগম বলেন, গত শুক্রবার (১৯ জুলাই) সকালে আমার সাথে পলাশের মোবাইলে কথা হয়। শরীরের দুর্বলতার কথা শুনে আমাকে দুইটা ডিম সিদ্ধ করে খেতে বলে। আধঘণ্টা পরে আবার ফোন করে খবর নেয়, ডিম খেয়েছি কি না। আর বলে, মা, আমি আজই আসতাছি।’
এই কথাগুলোই ছিল মায়ের সঙ্গে পলাশের শেষ কথা। সেদিন দুপুরের পরে মিরপুরের একটি হাসপাতাল থেকে বেনু বেগমকে ফোন করেন এক ব্যক্তি। তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে পলাশ হাসপাতালে আছেন। পরে পুত্রবধূ রেশমার মোবাইলে যোগাযোগ করলে জানা যায়, পলাশ ততক্ষণে মারা গেছেন।
ডুকরে উঠে বেনু বেগম বলতে থাকেন, ‘আমার পোলা আমার কাছে আইলো লাশ অইয়া। আর কোনো দিন আমার খোঁজ নিবো না। আর কেউ আমার পোলারে আইনা দিবার পাবো না। যে পোলায় আমারে মাটি দিবো। হেই পোলারেই মাটি দিয়াইলাম।’
পলাশের দাদা জসিম উদ্দিন তালুকদার জানান, ভূঞাপুর পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতা হিসেবেও পরিচিতি ছিল পলাশের। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। ছোট ভাই টুটুল প্রাইভেট কার চালক। তাঁদের বাবা ছোহরাব আলী তালুকদার মারা যাওয়ার পর মা বেনু বেগম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল ছেলে পলাশও।
জসিম উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ১৯ জুলাই গভীর রাতে পোস্টমর্টেম ছাড়াই একটি বেসরকারি হাসপাতাল থেকে পলাশের লাশ নিয়ে আসি। তাঁর বুকে গুলি লেগেছিল। ২০ জুলাই সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ষাটোর্ধ্ব বেনু বেগম পুত্রশোকে এখন পাগলপ্রায়। চোখের জল, বুকফাটা কান্না—সবই যেন ফুরিয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল ছেলে পলাশের ছবি বুকে চেপে মাঝে মাঝেই ডুকরে উঠছেন। বিলাপ করে বলছেন, আমার অসুখের খবর হুইনা বাড়ি আবার নইছাল। পোলা আইলো। লাশ অইয়া। মিরপুরে গন্ডগোলে কেরাযে আমার পোলাডারে গুলি কইরা মারলো, আল্লায় জানে।
পলাশের পুরো নাম ফিরোজ তালুকদার পলাশ। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে তাঁর বাড়ি। ৩৮ বছর বয়সী পলাশ ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী রেশমা আর একমাত্র মেয়ে রাইকাকে (৬) নিয়ে সাত বছর ধরে তিনি মিরপুরে বসবাস করে আসছিলেন। ১৯ জুলাই মিরপুরেই তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
পাঁচ মাস আগে পলাশের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছোহরাব হোসেন তালুকদার মারা যান। এরপর থেকে প্রত্যেক শুক্রবার বাড়ি এসে মাকে দেখে যেতেন পলাশ।
বিলাপ করে পলাশের মা বেনু বেগম বলেন, গত শুক্রবার (১৯ জুলাই) সকালে আমার সাথে পলাশের মোবাইলে কথা হয়। শরীরের দুর্বলতার কথা শুনে আমাকে দুইটা ডিম সিদ্ধ করে খেতে বলে। আধঘণ্টা পরে আবার ফোন করে খবর নেয়, ডিম খেয়েছি কি না। আর বলে, মা, আমি আজই আসতাছি।’
এই কথাগুলোই ছিল মায়ের সঙ্গে পলাশের শেষ কথা। সেদিন দুপুরের পরে মিরপুরের একটি হাসপাতাল থেকে বেনু বেগমকে ফোন করেন এক ব্যক্তি। তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে পলাশ হাসপাতালে আছেন। পরে পুত্রবধূ রেশমার মোবাইলে যোগাযোগ করলে জানা যায়, পলাশ ততক্ষণে মারা গেছেন।
ডুকরে উঠে বেনু বেগম বলতে থাকেন, ‘আমার পোলা আমার কাছে আইলো লাশ অইয়া। আর কোনো দিন আমার খোঁজ নিবো না। আর কেউ আমার পোলারে আইনা দিবার পাবো না। যে পোলায় আমারে মাটি দিবো। হেই পোলারেই মাটি দিয়াইলাম।’
পলাশের দাদা জসিম উদ্দিন তালুকদার জানান, ভূঞাপুর পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতা হিসেবেও পরিচিতি ছিল পলাশের। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। ছোট ভাই টুটুল প্রাইভেট কার চালক। তাঁদের বাবা ছোহরাব আলী তালুকদার মারা যাওয়ার পর মা বেনু বেগম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল ছেলে পলাশও।
জসিম উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ১৯ জুলাই গভীর রাতে পোস্টমর্টেম ছাড়াই একটি বেসরকারি হাসপাতাল থেকে পলাশের লাশ নিয়ে আসি। তাঁর বুকে গুলি লেগেছিল। ২০ জুলাই সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে