ঢামেক প্রতিবেদক
রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর-১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি কক্ষে ওঠেন তাঁরা। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।
তিনি আরও বলেন, ‘আকবর আলী মণ্ডল এলাকায় কৃষিকাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সব ধরনের সাহায্য করত তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে এসে মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে উঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।
রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর-১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি কক্ষে ওঠেন তাঁরা। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।
তিনি আরও বলেন, ‘আকবর আলী মণ্ডল এলাকায় কৃষিকাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সব ধরনের সাহায্য করত তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে এসে মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে উঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৫ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে