Ajker Patrika

মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লাশের পরিচয় মিলেছে

মানিকগঞ্জ প্রতিনিধি
নিহত বিউটি গোস্বামী। ছবি: সংগৃহীত
নিহত বিউটি গোস্বামী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহাররঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বায়িং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নিহতের বাবা নিহাররঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত