নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘২০১৩ সালে আমার স্বামীকে গুম করা হয়। এত দিনেও আমার স্বামীকে খুঁজে পাইনি। ১১ বছর হয়েছে, আর এভাবে দাঁড়াতে চাই না।’ অশ্রুসিক্ত চোখে স্বামীর ছবি হাতে মানববন্ধনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন ১১ বছর আগে গুমের শিকার খালেদ হাসানের স্ত্রী সাম্মী আক্তার।
আজ শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজনহারাদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং গুমের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ছেলের ছবি হাতে উপস্থিত হয়েছেন আয়েশা আলী নামের একজন মা। ২০১৩ সালে গুমের শিকার হন তাঁর ছেলে আব্দুল কাদের মাসুম। ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে মা আয়েশা আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গুমের সরকার পালিয়ে চলে গেছে। গুমের সরকার আমার ছেলেকে গুম করেছে। নানা জায়গায় আমার ছেলেকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। আমার ছেলে পড়ালেখা শেষ করে চাকরি করবে এই আশা ছিল। কিন্তু গত ১১ বছর ধরে তার অপেক্ষায়। তার একটি প্যান্ট আমি এখনো আগলে রেখেছি। সে কখন এসে বলবে মা আমার প্যান্টটা দাও।’
চলতি বছর গুমের শিকার থেকে রক্ষা পাওয়া এম রানা নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বিবাহবার্ষিকীতে ধরে নেয়। নানা ধরনের নির্যাতন করে। আমি আমার চাকরি হারিয়েছি। মানবেতর জীবন যাপন করছি। এখানে যাঁরা আছেন, তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁদের ক্ষতিপূরণ চাই। যারা গুমের সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংহতি জানিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পায়, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয়, যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে এসেছি...তখন মন্ত্রীরা বলতেন- ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরও নাকি আমরা গুম হিসেবে বিবেচনা করছি।’
গণমাধ্যমের প্রতি অনুরোধ রেখে মান্না বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়ার যত খবর আছে, সবগুলো প্রকাশ করুন, যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে বলেও দাবি করেন মাহমুদুর রহমান মান্না।
‘২০১৩ সালে আমার স্বামীকে গুম করা হয়। এত দিনেও আমার স্বামীকে খুঁজে পাইনি। ১১ বছর হয়েছে, আর এভাবে দাঁড়াতে চাই না।’ অশ্রুসিক্ত চোখে স্বামীর ছবি হাতে মানববন্ধনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন ১১ বছর আগে গুমের শিকার খালেদ হাসানের স্ত্রী সাম্মী আক্তার।
আজ শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজনহারাদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং গুমের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ছেলের ছবি হাতে উপস্থিত হয়েছেন আয়েশা আলী নামের একজন মা। ২০১৩ সালে গুমের শিকার হন তাঁর ছেলে আব্দুল কাদের মাসুম। ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে মা আয়েশা আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গুমের সরকার পালিয়ে চলে গেছে। গুমের সরকার আমার ছেলেকে গুম করেছে। নানা জায়গায় আমার ছেলেকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। আমার ছেলে পড়ালেখা শেষ করে চাকরি করবে এই আশা ছিল। কিন্তু গত ১১ বছর ধরে তার অপেক্ষায়। তার একটি প্যান্ট আমি এখনো আগলে রেখেছি। সে কখন এসে বলবে মা আমার প্যান্টটা দাও।’
চলতি বছর গুমের শিকার থেকে রক্ষা পাওয়া এম রানা নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বিবাহবার্ষিকীতে ধরে নেয়। নানা ধরনের নির্যাতন করে। আমি আমার চাকরি হারিয়েছি। মানবেতর জীবন যাপন করছি। এখানে যাঁরা আছেন, তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁদের ক্ষতিপূরণ চাই। যারা গুমের সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংহতি জানিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পায়, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয়, যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে এসেছি...তখন মন্ত্রীরা বলতেন- ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরও নাকি আমরা গুম হিসেবে বিবেচনা করছি।’
গণমাধ্যমের প্রতি অনুরোধ রেখে মান্না বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়ার যত খবর আছে, সবগুলো প্রকাশ করুন, যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে বলেও দাবি করেন মাহমুদুর রহমান মান্না।
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
২ ঘণ্টা আগে