Ajker Patrika

‘কর্মসূচিতে পুলিশের হামলা’: নরসিংদীতে গ্যাসফিল্ড কর্মচারীদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৬
নরসিংদীতে তিতাস গ্যাস কোম্পানির কর্মচারীদের মানববন্ধন
নরসিংদীতে তিতাস গ্যাস কোম্পানির কর্মচারীদের মানববন্ধন

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা-মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন নরসিংদী গ্যাসফিল্ডে কর্মরত কর্মচারীরা। আজ রোববার সকাল থেকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেকে নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় গ্যাসফিল্ডের অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়।

নরসিংদী গ্যাসফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মনির হোসেন বলেন, ঠিকাদারের অধীনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। অল্প বেতনে সারা দেশের গ্যাস ফিল্ড ও তিতাসের অধীনে কর্মরত শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় চাকরি জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন নামেন তাঁরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। তাই বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডে নিযুক্ত শ্রমিক কল্যাণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি চলছে।

মনির হোসেন আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত