নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এদিন রাজধানীর ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও আপাতত একটিতে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আপাতত সোমবার মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে ঢাকার বাকিগুলো ও সারা দেশের ২১টি জেলায় দেওয়া হবে। সুষ্ঠুভাবে টিকা দেওয়াই প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নিবন্ধনের বিষয়টি স্কুলের মাধ্যমে হবে। সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও আইসটি মন্ত্রণালয়ও কাজ করছে।
সদ্য প্রকাশিত 'আদিকথা' বইয়ের মূল্যায়ন করে দীপু মনি বলেন, চিকিৎসার আদিকথা সস্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং যারা এটি করে গেছেন তাদের না ভুলে যাওয়া এ দুটো কাজই করা হয়েছে বইটিতে। শুধু চিকিৎসক নয়, সবার জন্যই বইটি পড়া দরকার ৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বইটি লিখেছেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও জয়দীপ দে।
বইটিতে বাংলা ও বাংলার চিকিৎসা বিজ্ঞান বিকাশের কথা বলা হয়েছে। প্রকাশনা করেছে কবি প্রকাশনী। বইটিতে বিভিন্ন প্রজন্মের যুগপৎ ঘটানো হয়েছে।
লেখক মোস্তফা জামান বলেন, প্রত্যেক পেশাজীবীর তার পেশার ইতিহাস জানা জরুরি। আমাদের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা। ইতিহাসের দালিলিক বিষয়গুলোকে গল্প আকারে তুলে ধরা হয়েছে। বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে, ৫০টি বিষয়কে রাখা হয়েছে। প্রাচীন ও রেনেসাঁয় কেমন ছিল চিকিৎসা তাও বলা হয়েছে। চিকিৎসা পেশার পাশাপাশি সাধারণ পাঠকরাও যাতে এটা থেকে অনেক কিছু নিতে পারেন এবং জীবনে বাস্তবায়ন করতে পারেন সেটিও তুলে ধরা হয়েছে।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, জরা, ব্যাধি ও মৃত্যু এই তিনটি বিষয় ছাড়াও চিকিৎসার বহু ভাইরাসের উৎপত্তি কীভাবে ঘটেছে সেটিও বইটিতে আছে। দেশের চিকিৎসা বিজ্ঞানকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের ভূমিকাও বইটিতে আছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়েছে।
এদিন রাজধানীর ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও আপাতত একটিতে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আপাতত সোমবার মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে ঢাকার বাকিগুলো ও সারা দেশের ২১টি জেলায় দেওয়া হবে। সুষ্ঠুভাবে টিকা দেওয়াই প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নিবন্ধনের বিষয়টি স্কুলের মাধ্যমে হবে। সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও আইসটি মন্ত্রণালয়ও কাজ করছে।
সদ্য প্রকাশিত 'আদিকথা' বইয়ের মূল্যায়ন করে দীপু মনি বলেন, চিকিৎসার আদিকথা সস্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং যারা এটি করে গেছেন তাদের না ভুলে যাওয়া এ দুটো কাজই করা হয়েছে বইটিতে। শুধু চিকিৎসক নয়, সবার জন্যই বইটি পড়া দরকার ৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বইটি লিখেছেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও জয়দীপ দে।
বইটিতে বাংলা ও বাংলার চিকিৎসা বিজ্ঞান বিকাশের কথা বলা হয়েছে। প্রকাশনা করেছে কবি প্রকাশনী। বইটিতে বিভিন্ন প্রজন্মের যুগপৎ ঘটানো হয়েছে।
লেখক মোস্তফা জামান বলেন, প্রত্যেক পেশাজীবীর তার পেশার ইতিহাস জানা জরুরি। আমাদের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা। ইতিহাসের দালিলিক বিষয়গুলোকে গল্প আকারে তুলে ধরা হয়েছে। বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে, ৫০টি বিষয়কে রাখা হয়েছে। প্রাচীন ও রেনেসাঁয় কেমন ছিল চিকিৎসা তাও বলা হয়েছে। চিকিৎসা পেশার পাশাপাশি সাধারণ পাঠকরাও যাতে এটা থেকে অনেক কিছু নিতে পারেন এবং জীবনে বাস্তবায়ন করতে পারেন সেটিও তুলে ধরা হয়েছে।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, জরা, ব্যাধি ও মৃত্যু এই তিনটি বিষয় ছাড়াও চিকিৎসার বহু ভাইরাসের উৎপত্তি কীভাবে ঘটেছে সেটিও বইটিতে আছে। দেশের চিকিৎসা বিজ্ঞানকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের ভূমিকাও বইটিতে আছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়েছে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১১ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২৩ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩০ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪০ মিনিট আগে