নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এমপি ওয়াহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই দুটি রিট ফাইল করা হয়েছিল। প্রথম করেছিল ভালুকার দুজন ভোটার। তারা ওয়াহেদের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল। তাতে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলে তিনি আটকে যান। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এতে তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং গেজেট প্রকাশ হয়।’
শাহ মঞ্জুরুল হক আরও বলেন, ‘পরে ওয়াহেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ আরও একটি রিট করেন। যাতে বলা হয়, ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিক। তাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারে। শপথের পর বিষয়টি শুনানি করে হাইকোর্ট তদন্তের নির্দেশসহ রুল জারি করেন। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ আজকে রিটগুলো খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন প্রয়োজনে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন।’
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না— তা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুলসহ ওই আদেশ দেন। নির্বাচন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। কাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম।
ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এমপি ওয়াহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই দুটি রিট ফাইল করা হয়েছিল। প্রথম করেছিল ভালুকার দুজন ভোটার। তারা ওয়াহেদের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল। তাতে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলে তিনি আটকে যান। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এতে তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং গেজেট প্রকাশ হয়।’
শাহ মঞ্জুরুল হক আরও বলেন, ‘পরে ওয়াহেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ আরও একটি রিট করেন। যাতে বলা হয়, ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিক। তাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারে। শপথের পর বিষয়টি শুনানি করে হাইকোর্ট তদন্তের নির্দেশসহ রুল জারি করেন। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ আজকে রিটগুলো খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন প্রয়োজনে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন।’
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না— তা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুলসহ ওই আদেশ দেন। নির্বাচন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। কাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৩ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৪ মিনিট আগে