প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ছবি তোলায় বাধা দেওয়ার অভিযোগ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৫

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দৌলতপুর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের সকালে উপজেলা চত্বর প্যারেড গ্রাউন্ডে এই ঘটনা ঘটে। 

অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসানের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান উপস্থিত সব সাংবাদিকদের অনুষ্ঠানের না তুলে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করতে বলেন। 

এ সময় এমদাদুর রহমান বলেন, এই অনুষ্ঠানের কোনো ছবি আপনাদের তুলতে হবে না! প্রয়োজনে ছবি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। 

এ ঘটনায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকেরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে সকল সাংবাদিকেরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। 

এ বিষয়ে দৌলতপুর উপজেলায় কর্মরত একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি মো. শাহ আলম বলেন, বিজয় দিবসের সকালে উপজেলা চত্বরে বীর শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠান চলাকালীন মুহূর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান কর্মরত সকল সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন ও অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। এ সময় পেশাগত কাজে বাধা দেওয়ায় ইমদাদুর রহমানের সঙ্গে কয়েকজন সাংবাদিকের কথা-কাটাকাটি হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান দেখেও না দেখার ভান করে এড়িয়ে যান। 

ঘটনার বিষয়ে আরেকটি জাতীয় দৈনিকের দৌলতপুর উপজেলা প্রতিনিধি সালমান খান বলেন, আমরা অনুষ্ঠান শুরুর সময় ছবি তুলতে ছিলাম ওই মুহূর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান আমাদের ছবি তুলতে নিষেধ করেন এবং একাধিকবার অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়েছি এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেছি। 

ঘটনার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত