নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।
বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।
বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে