ঢামেকে সাত তলা থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যার চেষ্টা

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২: ৫২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে রিয়াদুল ইসলাম রনি (২৬) নামে এক রোগী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাততলা থেকে লাফিয়ে পড়েন তিনি। অন্য রোগীদের স্বজনেরা তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান।

রনির খালাতো ভাই মো. ইমন জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোয়ারখালি গ্রামে। বাবার নাম দুলাল ব্যাপারী। মাথার (মানসিক) সমস্যার কারণে চাঁদপুর থেকে রনিকে গতকাল সোমবার হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। ভবনের সাত তলায় ৭০১ ওয়ার্ডের মেঝেতে ছিল তাঁর শয্যা।

ইমন আরও জানান, ঘটনার সময় রনির সঙ্গে এক আত্মীয় ছিলেন। রনি হঠাৎ ভবনের পেছন দিকে গিয়ে জানালা খুলে বাইরে লাফ দেন, পড়েন চারতলার ছাদে।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, রনি নামে হাসপাতালে ভর্তি এক রোগী সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত