রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকেরা। কিন্তু তাঁদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আগামী রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. আল আমিন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট চলমান। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আগামী রোববার (২৬ জানুয়ারি) অবস্থান ধর্মঘট থেকে সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার-ই আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মো. ওমর ফারুক, আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত