নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধরনের সাম্প্রদায়িকতা প্রতিরোধ করে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পথ সুগম করার দাবি জানিয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।
এ দাবি জানিয়ে আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে স্মারকলিপি দিয়েছে সাংস্কৃতিক সংগঠনের এ মোর্চা। প্রতিনিধি দলে ছিলেন— উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনু এবং চারণের সহসভাপতি কামরুজ্জামান।
এর আগে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাত্রা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক বছরে দেশে শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার যত ঘটনা ঘটেছে, অবিলম্বে তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য নজরদারিতে এনে আইনগত ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপিতে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পুলিশ ও প্রশাসনের অবহেলা এবং সরকারি দলের নেতাকর্মীদের যুক্ত থাকার বিষয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তাই ভবিষ্যতে দেশের কোথাও কোনো সাম্প্রদায়িক হামলা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের যারা হামলা করেছে তাদের কাছ থেকে অর্থ আদায় করে ক্ষতিপূরণ দিতে হবে।
সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত সমাজ গঠন করা স্বাধীনতার অন্যতম চেতনা ছিল উল্লেখ করে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, নানা প্রতিবন্ধকতায় সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ বিনষ্ট হয়েছে। সেই পরিবেশ ফিরিয়ে আনতে এ খাতে বরাদ্দ বাড়িয়ে জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানায় প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।
এদিকে রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিন্ন স্মারকলিপি দিয়েছেন প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা এবং বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি দেওয়া হয়।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধরনের সাম্প্রদায়িকতা প্রতিরোধ করে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পথ সুগম করার দাবি জানিয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।
এ দাবি জানিয়ে আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে স্মারকলিপি দিয়েছে সাংস্কৃতিক সংগঠনের এ মোর্চা। প্রতিনিধি দলে ছিলেন— উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনু এবং চারণের সহসভাপতি কামরুজ্জামান।
এর আগে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাত্রা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক বছরে দেশে শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার যত ঘটনা ঘটেছে, অবিলম্বে তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য নজরদারিতে এনে আইনগত ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপিতে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পুলিশ ও প্রশাসনের অবহেলা এবং সরকারি দলের নেতাকর্মীদের যুক্ত থাকার বিষয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তাই ভবিষ্যতে দেশের কোথাও কোনো সাম্প্রদায়িক হামলা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের যারা হামলা করেছে তাদের কাছ থেকে অর্থ আদায় করে ক্ষতিপূরণ দিতে হবে।
সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত সমাজ গঠন করা স্বাধীনতার অন্যতম চেতনা ছিল উল্লেখ করে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, নানা প্রতিবন্ধকতায় সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ বিনষ্ট হয়েছে। সেই পরিবেশ ফিরিয়ে আনতে এ খাতে বরাদ্দ বাড়িয়ে জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানায় প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।
এদিকে রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিন্ন স্মারকলিপি দিয়েছেন প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা এবং বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি দেওয়া হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
১৪ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯ মিনিট আগেবঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
২৭ মিনিট আগেকয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
৪৩ মিনিট আগে