নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে আজ শনিবার বিকেলে অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। বহুতল ভবনে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে করণীয় এবং উদ্ধারকাজ পরিচালনা হাতেকলমে শেখানো হয় এই মহড়ার মাধ্যমে।
৭ নম্বর ভবন পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেস হোসেন জানান, আজিমপুর ‘বি’ জোনে ২৩টি বহুতল (২০ তলা বিশিষ্ট) বহুতল আবাসিক ভবন রয়েছে। এসব ভবনে আগুন লাগলে বসবাসকারীরা কীভাবে তা নেভাবেন সেটি হাতে-কলমে শেখানোর জন্য মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান যাতে বাস্তবে ব্যবহার করা যায় সে জন্য এই আয়োজন। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ মহড়া প্রতিটি বহুতল ভবনের জন্য আবশ্যিক। তিনি এই মহড়ার ধারাবাহিকতায় অন্যান্য ভবনেও আয়োজন করা হবে।’
জানা গেছে, আজিমপুর কলোনির ২৩টি ভবনের বসবাসকারীদের অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ৭ নম্বর ভবনে পরিপূর্ণ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশি ফায়ার স্টেশন ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভবনের বাসিন্দাদের হাতে-কলমে আগুন নেভানো ও উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হয়।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক ফায়ার ফাইটার মহড়ায় অংশ নেন। কলোনির চার-পাঁচ শতাধিক বাসিন্দা মহড়ায় প্রশিক্ষণ নেন।
মহড়ায় অগ্নিনির্বাপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয়, ইমারজেন্সি সিঁড়ি ব্যবহার, অগ্নি নির্বাপকের ব্যবহার, আহতদের উদ্ধার, চিকিৎসা এবং বহুতল ভবন থেকে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া দেখানো হয়।
পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে আজ শনিবার বিকেলে অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। বহুতল ভবনে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে করণীয় এবং উদ্ধারকাজ পরিচালনা হাতেকলমে শেখানো হয় এই মহড়ার মাধ্যমে।
৭ নম্বর ভবন পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেস হোসেন জানান, আজিমপুর ‘বি’ জোনে ২৩টি বহুতল (২০ তলা বিশিষ্ট) বহুতল আবাসিক ভবন রয়েছে। এসব ভবনে আগুন লাগলে বসবাসকারীরা কীভাবে তা নেভাবেন সেটি হাতে-কলমে শেখানোর জন্য মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান যাতে বাস্তবে ব্যবহার করা যায় সে জন্য এই আয়োজন। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ মহড়া প্রতিটি বহুতল ভবনের জন্য আবশ্যিক। তিনি এই মহড়ার ধারাবাহিকতায় অন্যান্য ভবনেও আয়োজন করা হবে।’
জানা গেছে, আজিমপুর কলোনির ২৩টি ভবনের বসবাসকারীদের অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ৭ নম্বর ভবনে পরিপূর্ণ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশি ফায়ার স্টেশন ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণের সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভবনের বাসিন্দাদের হাতে-কলমে আগুন নেভানো ও উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হয়।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক ফায়ার ফাইটার মহড়ায় অংশ নেন। কলোনির চার-পাঁচ শতাধিক বাসিন্দা মহড়ায় প্রশিক্ষণ নেন।
মহড়ায় অগ্নিনির্বাপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় করণীয়, ইমারজেন্সি সিঁড়ি ব্যবহার, অগ্নি নির্বাপকের ব্যবহার, আহতদের উদ্ধার, চিকিৎসা এবং বহুতল ভবন থেকে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া দেখানো হয়।
পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
৯ মিনিট আগেরাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
২৩ মিনিট আগে