নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭২-এর সংবিধানে ফিরে যাওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি উত্থাপন করে সংগঠনটি।
সম্প্রতি সারা দেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও আবাসস্থলে সাম্প্রদায়িক হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ সমাবেশের আয়োজন করে গৌরব’ ৭১। তাদের উল্লিখিত ছয় দফা দাবিতে সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার, অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, প্রচলিত উৎসবগুলো রাষ্ট্রীয় মর্যাদায় পালন করাসহ আরও দুই দফা দাবির কথা উল্লেখ করা হয়। সমাবেশ শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য অভিমুখে একটি প্রতিবাদী মিছিল বের করেন।
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে গেছে, আর সেখানে স্থান করে নিয়েছে ওয়াজ মাহফিল—এ কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বিএনপি। ধীরে ধীরে তাদের পৃষ্ঠপোষকতায় সেই বীজ গাছে পরিণত হয়েছিল। আর এভাবেই বাংলাদেশ সাম্প্রদায়িক হয়ে ওঠে। বিচার বিলম্ব হওয়ার কারণে বারবার হামলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে সবগুলোর বিচার নিশ্চিত করুন।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা নিজেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে বলেছেন। যারা বাড়াবাড়ি করে, তাদের ধ্বংস নিশ্চিত। যে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করেছিলাম, সেই অপশক্তি আবার জেগে উঠেছে। এর বিরুদ্ধে আমাদের আরও সোচ্চার থাকতে হবে। আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৌরব একাত্তরের বক্তারা। তাঁরা দাবি করেন, বাহাত্তরের সংবিধানে যেমন কোনো রাষ্ট্রধর্মের উল্লেখ ছিল না, তেমনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ফিরে যেতে চান তাঁরা। তাঁদের মতে এই সাম্প্রদায়িক হামলা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয়। হামলাটি করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষের ওপর। তাই এই হামলাগুলো অবিলম্বে প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বক্তারা।
গৌরব একাত্তরের সভাপতি এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গৌরব’ ৭১-এর উপদেষ্টা সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, নাটোর-৬ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
১৯৭২-এর সংবিধানে ফিরে যাওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি উত্থাপন করে সংগঠনটি।
সম্প্রতি সারা দেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও আবাসস্থলে সাম্প্রদায়িক হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ সমাবেশের আয়োজন করে গৌরব’ ৭১। তাদের উল্লিখিত ছয় দফা দাবিতে সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার, অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, প্রচলিত উৎসবগুলো রাষ্ট্রীয় মর্যাদায় পালন করাসহ আরও দুই দফা দাবির কথা উল্লেখ করা হয়। সমাবেশ শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য অভিমুখে একটি প্রতিবাদী মিছিল বের করেন।
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে গেছে, আর সেখানে স্থান করে নিয়েছে ওয়াজ মাহফিল—এ কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বিএনপি। ধীরে ধীরে তাদের পৃষ্ঠপোষকতায় সেই বীজ গাছে পরিণত হয়েছিল। আর এভাবেই বাংলাদেশ সাম্প্রদায়িক হয়ে ওঠে। বিচার বিলম্ব হওয়ার কারণে বারবার হামলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে সবগুলোর বিচার নিশ্চিত করুন।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা নিজেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে বলেছেন। যারা বাড়াবাড়ি করে, তাদের ধ্বংস নিশ্চিত। যে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করেছিলাম, সেই অপশক্তি আবার জেগে উঠেছে। এর বিরুদ্ধে আমাদের আরও সোচ্চার থাকতে হবে। আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৌরব একাত্তরের বক্তারা। তাঁরা দাবি করেন, বাহাত্তরের সংবিধানে যেমন কোনো রাষ্ট্রধর্মের উল্লেখ ছিল না, তেমনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ফিরে যেতে চান তাঁরা। তাঁদের মতে এই সাম্প্রদায়িক হামলা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয়। হামলাটি করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষের ওপর। তাই এই হামলাগুলো অবিলম্বে প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বক্তারা।
গৌরব একাত্তরের সভাপতি এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গৌরব’ ৭১-এর উপদেষ্টা সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, নাটোর-৬ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে