Ajker Patrika

আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি-অগ্নিসংযোগ, ৭ জনের নামে মামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫০
আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি-অগ্নিসংযোগ, ৭ জনের নামে মামলা

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা মো. নূরে আলম মোল্লা। 

মো. নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ৬-৭ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন হিসেবে আক্তার খান (৪০), হাসান খন্দকার (৪২), মাহবুব (৩২) ও ফারুক মিয়ার (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। 

আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লা বলেন, ‘আমাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে এর কয়েক ঘণ্টা পর মোটরসাইকেলযোগে এসে আমার বাসায় হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর আমার বাসায় পেট্রল ছুড়ে আগুন জ্বালিয়ে দেয়। যার সব প্রমাণ সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে যাঁদেরকে আমি চিনতে পেরেছি তাঁদের নাম এজাহারে উল্লেখ করেছি। আমার বিশ্বাস দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলির ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এজাহারে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করেছেন মামলার বাদী। সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ গভীর তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে। 

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লার বাড়িতে মোটরসাইকেলযোগে পাঁচজন দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ও পেট্রল ছুড়ে আগুন জ্বালিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত