Ajker Patrika

টাঙ্গাইলে একই স্থানে ১৩ ঘণ্টার ব্যবধানে আবার দুর্ঘটনা, অটোরিকশার চালকসহ নিহত ২ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫: ২১
টাঙ্গাইলে একই স্থানে ১৩ ঘণ্টার ব্যবধানে আবার দুর্ঘটনা, অটোরিকশার চালকসহ নিহত ২ 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ছয়জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় অরিন ট্রাভেলস পরিবহনের দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

সন্ধ্যার দুর্ঘটনায় নিহতরা হলেন অটোরিকশাচালক ও ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মণ্ডলের ছেলে শওকত মণ্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষে তাঁর শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে যাত্রী নিয়ে সল্লা ফিরছিল অটোরিকশাটি। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ আটজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশার চালক শওকত মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে পথে তাঁর মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক আবিদ হোসেন খান বলেন, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত