উত্তরা (ঢাকা) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র-গুলিসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর পশ্চিম এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন-১৪ এর একটি টিম।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা সন্ত্রাসী হলেন, রকিম গ্রুপের টাইগার ইউনিটের প্রধান এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/২ এর মো. নাজেরের ছেলে সৈয়দুল আমিন।
এ বিষয়ে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মোস্ট ওয়ান্টেড ‘আরসা’ এর রকিম গ্রুপের ‘গান’ শাখার প্রধান অস্ত্র চালনাকারী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪ এর একটি টিম। সৈয়দুল আমিন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।
মোহাম্মাদ জিয়াউল বলেন, রকিম গ্রুপের এই সৈয়দুল আমীন ও লালুরা মিলে রোহিঙ্গা ক্যাম্পে টাইগার ইউনিটের ‘গান’ গ্রুপ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়াও এই গ্রুপের নেতৃত্বে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র-গুলিসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর পশ্চিম এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন-১৪ এর একটি টিম।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা সন্ত্রাসী হলেন, রকিম গ্রুপের টাইগার ইউনিটের প্রধান এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/২ এর মো. নাজেরের ছেলে সৈয়দুল আমিন।
এ বিষয়ে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মোস্ট ওয়ান্টেড ‘আরসা’ এর রকিম গ্রুপের ‘গান’ শাখার প্রধান অস্ত্র চালনাকারী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪ এর একটি টিম। সৈয়দুল আমিন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।
মোহাম্মাদ জিয়াউল বলেন, রকিম গ্রুপের এই সৈয়দুল আমীন ও লালুরা মিলে রোহিঙ্গা ক্যাম্পে টাইগার ইউনিটের ‘গান’ গ্রুপ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়াও এই গ্রুপের নেতৃত্বে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২৭ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
৩২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে