মো.নাজিম উদ্দিন ইমন, কেরানীগঞ্জ (ঢাকা)
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৭টি অস্থায়ী পশুরহাটের ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব অস্থায়ী পশুর হাটগুলো চলবে ১৪ জুন শুক্রবার থেকে ১৬ জুন রোববার পর্যন্ত।
এ ছাড়াও ৩টি স্থায়ী পশুর হাটে চলবে কোরবানির পশুর বেচাকেনা। আজ শুক্রবার প্রথম দিন থেকেই জমে উঠতে শুরু করেছে এসব হাটে পশু বেচাকেনা। তবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষি বেশি হলেও বিক্রি কম।
প্রথম দিনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের দাবি পশুর দাম বেশি চাচ্ছেন পাইকারেরা। অন্যদিকে পাইকারদের দাবি কোরবানির পশুর তুলনায় হাটে ক্রেতা কম, তাই আশানুরূপ বেচাকেনা হচ্ছে না।
অন্যদিকে হাট ইজারাদারদের দাবি আজ শুক্রবার সকালে এমনিতেই হাটে ক্রেতা কম, বিকেল থেকে বাড়বে ক্রেতার চাপ। পাইকার ও ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার আগানগর বালুর মাঠ ও হাসনাবাদ বালুর মাঠ হাট দুটিতে সরোজমিনে গিয়ে দেখা যায়, হাট দুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু এসেছে। হাটের প্রথম দিন সকাল বেলা তেমন বেচাকেনা লক্ষ করা যায়নি। তবে পাইকার ও ক্রেতাদের মধ্যে দামদর করতে দেখা গেছে।
অন্যদিকে হাটে ঘুরে ঘুরে পাইকারদের পরামর্শ দিতে দেখা গেছে পশু চিকিৎসকদের।
রাজধানীর জুরাইন থেকে কোরবানির গরু ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন, ‘সকালে হাসনাবাদ হাটে গরু কিনতে এসেছি। হাটে বেশ কয়েকটি গরু দামাদামি করেছি, কিন্তু পাইকারদের সঙ্গে দামে বনিবনা হচ্ছে না।’ তিনি দাবি করেন, পাইকাররা গরুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন বলে এখনো হাটে তেমন গরু বেচাকেনা হচ্ছে না। তবে হাটে বিপুল পরিমাণ কোরবানির পশুর আমদানি রয়েছে।
ঝিনাইদাহ থেকে হাসনাবাদ হাটে আসা পাইকার মোজাম্মেল হক বলেন, ‘আমি আমার পালের ২টি ও ৩টি গরু কিনে মোট ৫টি গরু নিয়ে এই হাটে বিক্রির জন্য নিয়ে এসেছি। ইতিমধ্যে ১টি গরু বিক্রি করতে পারলেও আশানুরূপ দাম না পাওয়ায় বাকিগুলো বিক্রি করতে পারছি না।’
মাগুরা থেকে ১৫টি গরু নিয়ে আগানগর বালুর মাঠে এসেছেন পাইকার আবুল ব্যাপারী। তিনি জানান, ‘মাগুরা থেকে ১৫টি লাল গরু কিনে গত রাতে এই হাটে এসেছি। ইতিমধ্যে ২টি গরু বিক্রি হয়েছে। তবে হাটে গরুর তুলনায় ক্রেতা কম, তাই বেচাকেনা হচ্ছে না।’
হাটে ঘুরে দেখা হয় পশু চিকিৎসক মো. শহিদুল ইসলামের সঙ্গে। তিনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের দায়িত্বে রয়েছেন। হাটে নিয়ে আসা কোরবানির পশু সম্পর্কে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হাটগুলো ঘুরে ঘুরে পাইকারদের সঙ্গে কথা বলে হাটে আনা পশুগুলোর খোঁজখবর নিচ্ছি। একটি পশু খামার থেকে বের করে হাট পর্যন্ত নিয়ে আসতে দীর্ঘ যাত্রা। এরপর হাটে আসার পর পরিবেশ ও খাওয়ার রুটিন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অনেক পশুই অসুস্থ হয়ে পরে। তাই পাইকারদের হাটে এনে গরুর বাড়তি পরিচর্যার পরামর্শ দিচ্ছি।’
হাসনাবাদ বালুর মাঠ হাটের ইজারাদার এমদাদুল হক দাদান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার হাটটি কেরানীগঞ্জে একমাত্র হাট, যে হাটটির সম্পূর্ণ অংশই সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয়। হাটের আশপাশে পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা রয়েছে। পাইকারেরা গরু বিক্রি করে টাকা নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারবেন। তা ছাড়া আমরা হাট শুরুর আগেই হাট পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে কাজ করছি।’
ইতিমধ্যে বর্জ্য ডাম্পিং করার জন্য জায়গা নির্ধারণ করা হেয়ে গেছে, হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত জায়গায় বর্জ্য ডাম্পিং করা হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৭টি অস্থায়ী পশুরহাটের ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব অস্থায়ী পশুর হাটগুলো চলবে ১৪ জুন শুক্রবার থেকে ১৬ জুন রোববার পর্যন্ত।
এ ছাড়াও ৩টি স্থায়ী পশুর হাটে চলবে কোরবানির পশুর বেচাকেনা। আজ শুক্রবার প্রথম দিন থেকেই জমে উঠতে শুরু করেছে এসব হাটে পশু বেচাকেনা। তবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষি বেশি হলেও বিক্রি কম।
প্রথম দিনে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের দাবি পশুর দাম বেশি চাচ্ছেন পাইকারেরা। অন্যদিকে পাইকারদের দাবি কোরবানির পশুর তুলনায় হাটে ক্রেতা কম, তাই আশানুরূপ বেচাকেনা হচ্ছে না।
অন্যদিকে হাট ইজারাদারদের দাবি আজ শুক্রবার সকালে এমনিতেই হাটে ক্রেতা কম, বিকেল থেকে বাড়বে ক্রেতার চাপ। পাইকার ও ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার আগানগর বালুর মাঠ ও হাসনাবাদ বালুর মাঠ হাট দুটিতে সরোজমিনে গিয়ে দেখা যায়, হাট দুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু এসেছে। হাটের প্রথম দিন সকাল বেলা তেমন বেচাকেনা লক্ষ করা যায়নি। তবে পাইকার ও ক্রেতাদের মধ্যে দামদর করতে দেখা গেছে।
অন্যদিকে হাটে ঘুরে ঘুরে পাইকারদের পরামর্শ দিতে দেখা গেছে পশু চিকিৎসকদের।
রাজধানীর জুরাইন থেকে কোরবানির গরু ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন, ‘সকালে হাসনাবাদ হাটে গরু কিনতে এসেছি। হাটে বেশ কয়েকটি গরু দামাদামি করেছি, কিন্তু পাইকারদের সঙ্গে দামে বনিবনা হচ্ছে না।’ তিনি দাবি করেন, পাইকাররা গরুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন বলে এখনো হাটে তেমন গরু বেচাকেনা হচ্ছে না। তবে হাটে বিপুল পরিমাণ কোরবানির পশুর আমদানি রয়েছে।
ঝিনাইদাহ থেকে হাসনাবাদ হাটে আসা পাইকার মোজাম্মেল হক বলেন, ‘আমি আমার পালের ২টি ও ৩টি গরু কিনে মোট ৫টি গরু নিয়ে এই হাটে বিক্রির জন্য নিয়ে এসেছি। ইতিমধ্যে ১টি গরু বিক্রি করতে পারলেও আশানুরূপ দাম না পাওয়ায় বাকিগুলো বিক্রি করতে পারছি না।’
মাগুরা থেকে ১৫টি গরু নিয়ে আগানগর বালুর মাঠে এসেছেন পাইকার আবুল ব্যাপারী। তিনি জানান, ‘মাগুরা থেকে ১৫টি লাল গরু কিনে গত রাতে এই হাটে এসেছি। ইতিমধ্যে ২টি গরু বিক্রি হয়েছে। তবে হাটে গরুর তুলনায় ক্রেতা কম, তাই বেচাকেনা হচ্ছে না।’
হাটে ঘুরে দেখা হয় পশু চিকিৎসক মো. শহিদুল ইসলামের সঙ্গে। তিনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের দায়িত্বে রয়েছেন। হাটে নিয়ে আসা কোরবানির পশু সম্পর্কে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হাটগুলো ঘুরে ঘুরে পাইকারদের সঙ্গে কথা বলে হাটে আনা পশুগুলোর খোঁজখবর নিচ্ছি। একটি পশু খামার থেকে বের করে হাট পর্যন্ত নিয়ে আসতে দীর্ঘ যাত্রা। এরপর হাটে আসার পর পরিবেশ ও খাওয়ার রুটিন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অনেক পশুই অসুস্থ হয়ে পরে। তাই পাইকারদের হাটে এনে গরুর বাড়তি পরিচর্যার পরামর্শ দিচ্ছি।’
হাসনাবাদ বালুর মাঠ হাটের ইজারাদার এমদাদুল হক দাদান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার হাটটি কেরানীগঞ্জে একমাত্র হাট, যে হাটটির সম্পূর্ণ অংশই সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয়। হাটের আশপাশে পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা রয়েছে। পাইকারেরা গরু বিক্রি করে টাকা নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারবেন। তা ছাড়া আমরা হাট শুরুর আগেই হাট পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে কাজ করছি।’
ইতিমধ্যে বর্জ্য ডাম্পিং করার জন্য জায়গা নির্ধারণ করা হেয়ে গেছে, হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত জায়গায় বর্জ্য ডাম্পিং করা হবে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে...
১০ মিনিট আগেআজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
৩১ মিনিট আগেঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৯ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগে