নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
২৯ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে