নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বালু ফেলে, দেয়াল তুলে প্লট, ফ্ল্যাট ও দোকান তৈরি করে দখল করা হচ্ছে খাল। এভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন খাল একে একে চলে যাচ্ছে অবৈধ দখলদারদের কবজায়। ডিএনসিসি বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও অভিযানের পর আবার দখল হয়ে যায়।
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে ডিএনসিসি।
লাউতলা খাল রামচন্দ্রপুর খালেরই একটি শাখা খাল। দুই বছর আগে লাউতলা খালের অংশ থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খালের জায়গা উদ্ধার করেছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এবারের অভিযানে খালের পাড়ে নির্মাণাধীন একটি দশতলা ভবন ভাঙা শুরু করেছে সিটি করপোরেশন। ভবনটির ৭০ ভাগই খালের জায়গায় অবস্থিত।
প্রায় দুই বছর ধরে ভবনের কাজ চললেও এত দেরিতে কেন ভাঙার উদ্যোগ জানতে চাইলে ডিএনসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘সব সময় তো পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। কাগজপত্র যাচাই ও সার্ভেয়ারের জরিপের আগে বোঝার উপায় নেই এটা কার জায়গা। এখন নিয়ম মেনেই আমরা তিন দিনের উচ্ছেদ অভিযান শুরু করেছি।’
জানা গেছে, নির্মাণাধীন ১০ তলা ভবনের মালিকানা কয়েকজনের। ২০০৮ সালে জায়গাটি কিনেছেন জানিয়ে ভবন মালিকদের একজন নুর সোলাইমান বলেন, ‘মাপজোক করে এত কোটি টাকা খরচ করে বিল্ডিং করেছি না বুইজা। আমরা জানি খাল ১২০ ফিট। কিন্তু সিটি করপোরেশন খালের মাপ ধরছে দেড় শ ফিট।’
এখন কী করবেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সোলাইমান বলেন, ‘এখন বিষ খাইয়া মরা ছাড়া আমাদের কিছু করার আছে! আমরা কি সরকারের লগে যুদ্ধ করতে পারমু?’
দশ তলা ভবনটির পাশে আরও কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে ডিএনসিসি। এর মধ্যে একতলা পাকা স্থাপনা, একতলা আধপাকা স্থাপনা ও কয়েকটি টিনের ঘরও রয়েছে।
উচ্ছেদ অভিযানের পাশাপাশি লাউতলা খালে পরিচ্ছন্নতা কর্মসূচিও হাতে নিয়েছে ডিএনসিসি। পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করছেন দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।
মেয়রের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি অঞ্চল–৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘তিন দিনের এই উচ্ছেদ অভিযানে সিএস রেকর্ড ধরে খালের জায়গা চিহ্নিত করে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তবে প্রথম দিন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় লাউতলা খালের তিন কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে।’
এর আগে এই খালটি বেদখল হওয়ার তথ্য উল্লেখ করে ‘রামচন্দ্রপুর খাল বেদখল, ভরাট করে প্লট-বাণিজ্য’ শিরোনামে ১২ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বছিলা গার্ডেন সিটির অংশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে খালের মধ্যে ইট দিয়ে ঘিরে প্লট বানানো হয়েছে। এর ভেতর বালু ভরাট করা হচ্ছে। তখন বছিলা গার্ডেন সিটির এমডি শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাকে বলেন কেন? মেয়রকে বলেন। তিনিই তো মাপজোখ করে দিছেন।’
বালু ফেলে, দেয়াল তুলে প্লট, ফ্ল্যাট ও দোকান তৈরি করে দখল করা হচ্ছে খাল। এভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন খাল একে একে চলে যাচ্ছে অবৈধ দখলদারদের কবজায়। ডিএনসিসি বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও অভিযানের পর আবার দখল হয়ে যায়।
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে ডিএনসিসি।
লাউতলা খাল রামচন্দ্রপুর খালেরই একটি শাখা খাল। দুই বছর আগে লাউতলা খালের অংশ থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খালের জায়গা উদ্ধার করেছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এবারের অভিযানে খালের পাড়ে নির্মাণাধীন একটি দশতলা ভবন ভাঙা শুরু করেছে সিটি করপোরেশন। ভবনটির ৭০ ভাগই খালের জায়গায় অবস্থিত।
প্রায় দুই বছর ধরে ভবনের কাজ চললেও এত দেরিতে কেন ভাঙার উদ্যোগ জানতে চাইলে ডিএনসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘সব সময় তো পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। কাগজপত্র যাচাই ও সার্ভেয়ারের জরিপের আগে বোঝার উপায় নেই এটা কার জায়গা। এখন নিয়ম মেনেই আমরা তিন দিনের উচ্ছেদ অভিযান শুরু করেছি।’
জানা গেছে, নির্মাণাধীন ১০ তলা ভবনের মালিকানা কয়েকজনের। ২০০৮ সালে জায়গাটি কিনেছেন জানিয়ে ভবন মালিকদের একজন নুর সোলাইমান বলেন, ‘মাপজোক করে এত কোটি টাকা খরচ করে বিল্ডিং করেছি না বুইজা। আমরা জানি খাল ১২০ ফিট। কিন্তু সিটি করপোরেশন খালের মাপ ধরছে দেড় শ ফিট।’
এখন কী করবেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সোলাইমান বলেন, ‘এখন বিষ খাইয়া মরা ছাড়া আমাদের কিছু করার আছে! আমরা কি সরকারের লগে যুদ্ধ করতে পারমু?’
দশ তলা ভবনটির পাশে আরও কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে ডিএনসিসি। এর মধ্যে একতলা পাকা স্থাপনা, একতলা আধপাকা স্থাপনা ও কয়েকটি টিনের ঘরও রয়েছে।
উচ্ছেদ অভিযানের পাশাপাশি লাউতলা খালে পরিচ্ছন্নতা কর্মসূচিও হাতে নিয়েছে ডিএনসিসি। পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করছেন দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী।
মেয়রের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি অঞ্চল–৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘তিন দিনের এই উচ্ছেদ অভিযানে সিএস রেকর্ড ধরে খালের জায়গা চিহ্নিত করে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তবে প্রথম দিন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় লাউতলা খালের তিন কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে।’
এর আগে এই খালটি বেদখল হওয়ার তথ্য উল্লেখ করে ‘রামচন্দ্রপুর খাল বেদখল, ভরাট করে প্লট-বাণিজ্য’ শিরোনামে ১২ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বছিলা গার্ডেন সিটির অংশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে খালের মধ্যে ইট দিয়ে ঘিরে প্লট বানানো হয়েছে। এর ভেতর বালু ভরাট করা হচ্ছে। তখন বছিলা গার্ডেন সিটির এমডি শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাকে বলেন কেন? মেয়রকে বলেন। তিনিই তো মাপজোখ করে দিছেন।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
৪ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
১৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।
৩৩ মিনিট আগে