নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা। তাঁদের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ১৮ হাজার এবং সর্বোচ্চটি ৬ লাখ ৭৫ হাজার টাকা। যা গতকাল বুধবার সাধারণ হজ এজেন্সি মালিকদের ঘোষিত প্যাকেজ মূল্যের চেয়ে কম।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের ব্যানারে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়। তাঁদের দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান, সদস্যসচিব মোহাম্মদ আলী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পেয়ারুসহ অনেক হজ এজেন্সির মালিক।
তাঁরা আগের দিন সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে ঘোষিত দুটি প্যাকেজ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো যাত্রীবান্ধব হয়নি।
সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে গতকাল মূলত হাবের বাতিল হওয়া কমিটির নেতারাই বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
গত ৩০ অক্টোবর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ এবং অন্যটি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এগুলো চলতি বছরের চেয়ে কম হলেও প্যাকেজে খাবারের টাকা অন্তর্ভুক্ত নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আখতার উজ্জামান বলেন, হজ প্যাকেজের উচ্চমূল্য, বিমানভাড়া অস্বাভাবিক বৃদ্ধি এবং বিভিন্ন নৈরাজ্যের কারণে চলতি বছর প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে ব্যর্থ হন।
মাহমুদুল হক পেয়ারু বলেন, ‘বুধবার ঘোষিত প্যাকেজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা বলেন, বিমানভাড়া এবং হজ প্যাকেজের খরচ কিছুটা কমানো হলেও এখনো তা অনেকের সাধ্যের মধ্যে নেই। হজযাত্রীদের স্বার্থে বিমানভাড়া, সৌদি মোয়াল্লেম ফি এবং ভ্যাট বা ট্যাক্স আরও কমানো প্রয়োজন। কোটা পূরণ এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে হজনীতি অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ১০০ জন কোটা নির্ধারণের প্রস্তাবও দেন তাঁরা।
বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা। তাঁদের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ১৮ হাজার এবং সর্বোচ্চটি ৬ লাখ ৭৫ হাজার টাকা। যা গতকাল বুধবার সাধারণ হজ এজেন্সি মালিকদের ঘোষিত প্যাকেজ মূল্যের চেয়ে কম।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের ব্যানারে আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়। তাঁদের দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান, সদস্যসচিব মোহাম্মদ আলী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পেয়ারুসহ অনেক হজ এজেন্সির মালিক।
তাঁরা আগের দিন সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে ঘোষিত দুটি প্যাকেজ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো যাত্রীবান্ধব হয়নি।
সাধারণ হজ এজেন্সি মালিকদের ব্যানারে গতকাল মূলত হাবের বাতিল হওয়া কমিটির নেতারাই বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
গত ৩০ অক্টোবর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ এবং অন্যটি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এগুলো চলতি বছরের চেয়ে কম হলেও প্যাকেজে খাবারের টাকা অন্তর্ভুক্ত নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আখতার উজ্জামান বলেন, হজ প্যাকেজের উচ্চমূল্য, বিমানভাড়া অস্বাভাবিক বৃদ্ধি এবং বিভিন্ন নৈরাজ্যের কারণে চলতি বছর প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে ব্যর্থ হন।
মাহমুদুল হক পেয়ারু বলেন, ‘বুধবার ঘোষিত প্যাকেজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তা প্রত্যাখ্যান করেছি।’
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকেরা বলেন, বিমানভাড়া এবং হজ প্যাকেজের খরচ কিছুটা কমানো হলেও এখনো তা অনেকের সাধ্যের মধ্যে নেই। হজযাত্রীদের স্বার্থে বিমানভাড়া, সৌদি মোয়াল্লেম ফি এবং ভ্যাট বা ট্যাক্স আরও কমানো প্রয়োজন। কোটা পূরণ এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে হজনীতি অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ১০০ জন কোটা নির্ধারণের প্রস্তাবও দেন তাঁরা।
দিরাইয়ে মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মাঝিড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাঝিড়া এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। পরে তাঁরা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে দাবিসংবলতি স্মারকলিপি দেন।
৩১ মিনিট আগেনওগাঁর বদলগাছীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ফোনে হুমকি দিয়ে বিএনপি নেতার চাঁদা দাবির একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় বিষয়টি আলোচনা চলছে।
৩৯ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, আহতদের পুনর্বাসন, দ্রব্যমূল্য ও জনজীবনের শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেটা না করে সংবিধান বাতিল, রাষ্ট্রপতি অপসারণসহ নানা বিভ্রান্তিকর আলোচনার মাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে।
১ ঘণ্টা আগে