শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় দাফনের ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য এক মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটি কবিরাজের ভুল চিকিৎসায় মারা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাজিরা পৌর কবরস্থান থেকে শিশুর লাশ উত্তোলন করে পুলিশ।
মরদেহ উত্তোলনের সময় জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
ওই শিশুটির নাম—আল ইসলাম। সে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দি গ্রামের রাসেল মাঝির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশু আল–ইসলামের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ৪ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখান থেকে আবার তাকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়।
শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার রহিম খান জানতে পেরে শিশুর বাবা রাসেল মাঝিকে বলেন, ‘শিশুকে ঢাকা নেওয়ার দরকার নেই। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না। কবিরাজি চিকিৎসা দিতে হবে। আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব।’ পরে রহিম খান শিশুটিকে তিন বেলা কবিরাজি চিকিৎসা দেন। পরে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই কবিরাজসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে কবিরাজ রহিম খানসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জাজিরা থানা-পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কবিরাজসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
শরীয়তপুরের জাজিরায় দাফনের ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য এক মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটি কবিরাজের ভুল চিকিৎসায় মারা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাজিরা পৌর কবরস্থান থেকে শিশুর লাশ উত্তোলন করে পুলিশ।
মরদেহ উত্তোলনের সময় জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
ওই শিশুটির নাম—আল ইসলাম। সে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দি গ্রামের রাসেল মাঝির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশু আল–ইসলামের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ৪ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখান থেকে আবার তাকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়।
শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার রহিম খান জানতে পেরে শিশুর বাবা রাসেল মাঝিকে বলেন, ‘শিশুকে ঢাকা নেওয়ার দরকার নেই। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না। কবিরাজি চিকিৎসা দিতে হবে। আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব।’ পরে রহিম খান শিশুটিকে তিন বেলা কবিরাজি চিকিৎসা দেন। পরে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই কবিরাজসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে কবিরাজ রহিম খানসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জাজিরা থানা-পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কবিরাজসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১৬ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
২৯ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে