নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ সোমবার দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সম্পদের বিষয়ে দুদকে দাখিল করা বিবরণীতে কামরুন নাহার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দুদকে জমা দেন। ওই সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনসহ মোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা সত্ত্বেও তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ফলে কামরুন নাহারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ১৪ মে প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের জেসমিন আক্তার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ সোমবার দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সম্পদের বিষয়ে দুদকে দাখিল করা বিবরণীতে কামরুন নাহার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দুদকে জমা দেন। ওই সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনসহ মোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা সত্ত্বেও তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ফলে কামরুন নাহারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ১৪ মে প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের জেসমিন আক্তার।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২ ঘণ্টা আগে