শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরার রসুলনগর এলাকায় একটি রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত ১২ এপ্রিল দিবাগত রাতে রসুলনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই ডেমরা থানায় পর্যায়ক্রমে গত শনিবার ও রোববার রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম মামলার বাদী মো. শাহাবুদ্দিনের দাবি—তিনি গত ২৫ বছর ধরে তাঁর জমিতে পরিবারসহ বসবাস করে আসছেন। প্রায় আট মাস আগে আবু তাহের নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেন।
শাহাবুদ্দিনের দাবি, গত ১২ এপ্রিল রাতে স্থানীয়দের নিয়ে বেড়াটি সরাতে গেলে আবু তাহেরের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে শাহাবুদ্দিনের স্ত্রী জোসনা বেগম, ছেলে আব্দুর রহিম জিহাদ, প্রতিবেশী রেজোয়ান হোসেন মীর, তার স্ত্রী জোসনা বেগম ও ছেলে মেহেদী হাসানসহ আরও কয়েকজন আহত হন। এ সময় ধারালো দায়ের কোপে মমতাজ পারভিনের নাক গুরুতরভাবে জখম হয় এবং ইরফান (১৮) নামের একজনের হাত লোহার রডের আঘাতে ভেঙে যায়।
আরও জানা যায়, দ্বিতীয় মামলার বাদী আবদুল্লাহ আল-সিফাত তাঁর দাদির নামে থাকা একটি জমিতে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ১২ এপ্রিল রাতে স্থানীয় প্রভাবশালীরা সদলবলে ওই জমিতে প্রবেশ করে টিনের বেড়া খুলে দখলের চেষ্টা করেন। এতে বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে সিফাতের ছোট ভাই আমির হামজা রামদার কোপে গুরুতর আহত হন। এ ছাড়া, তাঁর বাবা আব্দুস সালাম আবু, আত্মীয় মেহেদী হাসানসহ (১৮) কয়েকজন আহত হন। মেহেদির চোখে গুরুতর আঘাত লাগায় দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ওই দুই মামলায় উভয় পক্ষের চিহ্নিত ১৪ জনসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের চলমান তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ডেমরার রসুলনগর এলাকায় একটি রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত ১২ এপ্রিল দিবাগত রাতে রসুলনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই ডেমরা থানায় পর্যায়ক্রমে গত শনিবার ও রোববার রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম মামলার বাদী মো. শাহাবুদ্দিনের দাবি—তিনি গত ২৫ বছর ধরে তাঁর জমিতে পরিবারসহ বসবাস করে আসছেন। প্রায় আট মাস আগে আবু তাহের নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেন।
শাহাবুদ্দিনের দাবি, গত ১২ এপ্রিল রাতে স্থানীয়দের নিয়ে বেড়াটি সরাতে গেলে আবু তাহেরের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে শাহাবুদ্দিনের স্ত্রী জোসনা বেগম, ছেলে আব্দুর রহিম জিহাদ, প্রতিবেশী রেজোয়ান হোসেন মীর, তার স্ত্রী জোসনা বেগম ও ছেলে মেহেদী হাসানসহ আরও কয়েকজন আহত হন। এ সময় ধারালো দায়ের কোপে মমতাজ পারভিনের নাক গুরুতরভাবে জখম হয় এবং ইরফান (১৮) নামের একজনের হাত লোহার রডের আঘাতে ভেঙে যায়।
আরও জানা যায়, দ্বিতীয় মামলার বাদী আবদুল্লাহ আল-সিফাত তাঁর দাদির নামে থাকা একটি জমিতে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ১২ এপ্রিল রাতে স্থানীয় প্রভাবশালীরা সদলবলে ওই জমিতে প্রবেশ করে টিনের বেড়া খুলে দখলের চেষ্টা করেন। এতে বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে সিফাতের ছোট ভাই আমির হামজা রামদার কোপে গুরুতর আহত হন। এ ছাড়া, তাঁর বাবা আব্দুস সালাম আবু, আত্মীয় মেহেদী হাসানসহ (১৮) কয়েকজন আহত হন। মেহেদির চোখে গুরুতর আঘাত লাগায় দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ওই দুই মামলায় উভয় পক্ষের চিহ্নিত ১৪ জনসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের চলমান তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
২১ মিনিট আগেঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৯ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৯ ঘণ্টা আগে