Ajker Patrika

পদ্মা সেতুর সংযোগ সড়কে বাসচাপায় ভ্যানচালক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৫: ২৩
পদ্মা সেতুর সংযোগ সড়কে বাসচাপায় ভ্যানচালক নিহত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন। 

লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত