ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১৮: ১৭
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০: ০৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিকেল ৫টা ১৭ মিনিটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে আমাদের কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।’ 

তবে কীভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

কুর্মিটোলা ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, গাড়িটি হাইব্রিড (বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত গাড়ি)। তাই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে।

ঘটনাস্থলে গাড়ির কোনো আরোহীকে পাওয়া যায়নি। মালিকেরও কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আগুন নেভানোর আগেই গাড়িটি পুড়ে গেছে। ছবি: সংগৃহীতগাড়িটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বনানীর দিকে আসছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেখেন, গাড়িটি জ্বলছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নেভানো হয়। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত