বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১৫
Thumbnail image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নারুয়া পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করা হয় বলেও অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাধিক মানুষ নারুয়া ইউনিয়ন পরিষদে ইট-পাটকেল নিক্ষেপ কর‍তে করতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে এসে হামলা চালায়। সেখানে হামলা ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। তারা খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

baliakandi-2ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে বৃহস্পতিবার দুপুরে আমার বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। এ সময় আমিসহ পরিবারের সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও বাড়ির জানালা, দরজা ও আসবাব ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় বাড়িতে ককটেল বিস্ফোরণ করে অগ্নিসংযোগ করে। এতে করে বাড়ির সব আসবাব পুড়ে যায়।’ 

baliakandi-৩বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করি। তবে কিছু দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত