Ajker Patrika

গোপালগঞ্জে ৩৮ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ সকালে খাল থেকে জেলের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ সকালে খাল থেকে জেলের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বিপুল মণ্ডল (৪৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোটালীপাড়ায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিপুল মণ্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় বিপুল মণ্ডল গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। বাড়িতে না ফেরায় সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরদিন গত গতকাল রোববার সকালে ওই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকা ও পরনের ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চলাইট দেখতে পান এলাকাবাসী।

আবুল কালাম আজাদ আরও জানান, খবর পেয়ে গতকাল দুপুর থেকে কোটালীপাড়া ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের ওই স্থানে তল্লাশি চালিয়ে বিপুলের খোঁজ না পেয়ে সন্ধ্যায় উদ্ধারকাজ স্থগিত করে। আজ সকালে খালে বিপুলের লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে বিপুলের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত